বইমেলায় বাংলা ‘একাডেমির প্যাভিলিয়ন’ পরিদর্শন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় বাংলা একাডেমি প্রকাশিত বাংলা ও ইংরেজি অভিধান কিনেন তিনি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ পরিদর্শন করেন জি এম কাদের।
তিনি বিভিন্ন প্রকাশনার স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্টলে থাকা প্রকাশক ও বিক্রয়কর্মীদের সাথে মতবিনিময় করেন জি এম কাদের। এ ছাড়া বইমেলায় বাংলা একাডেমির প্রকাশনার বিভিন্ন বই দেখেন এবং বিভিন্নজনকে বেশকিছু বইয়ে অটোগ্রাফ ও অনেকের সাথে ছবি তোলেন তিনি।
এ সময় তিনি কালবেলাকে বলেন, অমর একুশে বইমেলা আমাদের গৌরব। আমি প্রতিবছর বইমেলায় আসার চেষ্টা করি। এ বছর এসে পরিবেশ বেশ ভালো লাগছে। কয়েকটি বই কিনেছি ও বিক্রয়কর্মী এবং পাঠকদের সাথে কথা বলছি।
মন্তব্য করুন