কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তরে মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস

মো. মিনহাজ উদ্দীন। ছবি : সৌজন্য
মো. মিনহাজ উদ্দীন। ছবি : সৌজন্য

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকতা ও আনুষঙ্গিক ইতিহাস নিয়ে সাখাওয়াত আলী খান ও অন্যান্য একাত্তর শিরোনামের একটি বই। সাক্ষাৎকারভিত্তিক এই বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশন। আর যুদ্ধদিনের অনন্য ইতিহাসের এই দলিলটি নিয়ে মূল কাজটি করেছেন শিক্ষক, গবেষক মো. মিনহাজ উদ্দীন। প্রচ্ছদ করেছেন দেশবরেণ্য অঙ্কন শিল্পী মাসুক হেলাল।

সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তর মুক্তিযুদ্ধের স্মৃতি সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তর মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিশ্লেষণ নিয়ে গভীরতর সাক্ষাৎকারভিত্তিক বই। এ গ্রন্থে স্থান পেয়েছে সাখাওয়াত আলী খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের সাক্ষাৎকার। এ তালিকায় আছেন তোয়াব খান, আবেদ খান ও কামাল লোহানী।

১৯৭১ সালে সাখাওয়াত আলী খান ও তোয়াব খান কর্মরত ছিলেন দৈনিক বাংলায়। তাদের সাক্ষ্যে উঠে এসেছে ২৫ মার্চ কলরাতের ধ্বংসলীলা, বর্বর হত্যাযজ্ঞ, অবরুদ্ধ বাংলাদেশে সাংবাদিকতাসহ আর্থ-সামাজিক অবস্থার নানা চিত্র। আর দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন আবেদ খান। ২৬ মার্চ পাকিস্তানি ট্যাঙ্কের গোলায় ধ্বংসপ্রাপ্ত হওয়ার সময় আবেদ খান দৈনিক ইত্তেফাক অফিসেই ছিলেন। বাঙালির যুদ্ধদিনে দৈনিক পূর্বদেশে কর্মরত কামাল লোহানী তার বিস্তারিত সাক্ষাৎকারে তুলে ধরেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত নানা ঘটনা। এছাড়া কয়েকটি পরিশিষ্টে তুলে ধরা হয়েছে একাত্তর সালের জেনোসাইডের আইকনিক একটি ছবি এবং যুদ্ধদিনে বাঙালির মার্কিন বন্ধু আর্চার কেন্ট ব্লাডকে নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা।

বইটি সম্পর্কে লেখক জানান, বইটিতে যুদ্ধদিনের সাংবাদিকতার অনন্য ইতিহাস উঠে এসেছে। ১৯৭১ সালে একজন সাংবাদিক কীভাবে কাজ করেছেন, পরিস্থিতি কেমন ছিল, কতটা ভীতির মধ্যে দিয়ে তারা কাজ করেছেন সেই চিত্র নিখুঁতভাবে উঠে এসেছে। তিনি জানান, ইতিহাস গবেষক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বইটি থেকে উপকৃত হতে পারে। নতুন নতুন তথ্য পেতে পারে।

বইটি সম্পর্কে শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান জানান, শ্রাবণ প্রকাশনী মুক্তিযুদ্ধের প্রতি বিশেষভাবে দায়বদ্ধ। আমরা ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের বই প্রকাশ করে আসছি। সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তর তার সবশেষ সংযোজন। বইটি খুবই তথ্যসমৃদ্ধ। আমি মনে করি সাংবাদিকতার শিক্ষার্থীদের পাশাপাশি বইটি ইতিহাস গবেষকদেরও কাজে লাগবে। বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ২৫-৩০ শতাংশ ছাড়ে বই দুটি পাওয়া যাবে শ্রাবণ প্রকাশনীর ৪৬৩-৪৬৪-৪৬৫ নম্বর স্টলে।

এই বই দুটি লেখকের এগারোতম বই। এর আগে তিনি লিখেছেন, সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর, ১৯৭১: তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: কী চেয়েছিল ভুট্টোর পাকিস্তান, নভেম্বর ক্যু ৭৫: অন্ধকার সময়ের সংবাদচিত্র, রনো ও অন্যান্যের একাত্তর, পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর বন্দিজীবন, মুখোমুখি মহিউদ্দিন, সাংবাদিকতা: প্রতিবেদন লেখার প্রথম পাঠ, মাধ্যম সাক্ষরতা, সাংবাদিকতার প্রথম পাঠ এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: সংবাদপত্রের আধেয় বিশ্লেষণ শিরোনামের বইগুলো। শিক্ষকতার পাশাপাশি মিনহাজ উদ্দীন মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা ও গবেষণায় নিয়োজিত আছেন। সাংবাদিকতা ও লেখালেখির অঙ্গনে তিনি রাহাত মিনহাজ নামে পরিচিত। তার প্রথম দিককার কয়েকটি বই এই নামে প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বইমেলা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির 

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত?

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

যথাযথ প্রক্রিয়ায় পুশইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির 

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

৫ দিন কোথায় কেমন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

১০

১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে প্রশংসায় ভাসছেন ইন্টার্ন চিকিৎসক 

১১

গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ৪ সেপ্টেম্বর

১২

আজ আনুষ্ঠানিক ঘোষণা  / ইসির রোডম্যাপে যত পরিকল্পনা   

১৩

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

১৪

‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’ লেখা বন্দুক দিয়ে হামলা

১৫

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

১৬

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

১৭

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

১৮

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

১৯

ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

২০
X