কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৪:১৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই থেকে টিসিবি কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরোনো ছবি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরোনো ছবি

সারা দেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারকে আগামী জুলাই থেকে তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে সাশ্রয়ী মূল্যে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে প্রতি কেজি চালের দাম কত হবে, সেটি জানাননি মন্ত্রী। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, অনিয়মরোধে সব ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ায়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফিউল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তার পরও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের (সয়াবিন) দাম কমিয়েছি। এ ছাড়া অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি, যাতে কোনো অসাধু ব্যবসায়ী সুযোগ না নিতে পারে।

টিপু মুনশি বলেন, টিসিবির পণ্য যারা পাওয়ার যোগ্য, তারা যেন পায়। সে জন্য পুরো ব্যবস্থাকে আমরা ডিজিটালাইজড করছি। এ ক্ষেত্রে ছোটখাটো বাধাবিপত্তি থেকে বেরিয়ে আসতে পারি। সর্বোপরি যত দিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়, সে পর্যন্ত এ ব্যবস্থা চালিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের একটু সাশ্রয়ী হতে হবে। কারণ নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা সব মিলিয়েই আমরা এ অবস্থায় এসে ঠেকেছি। যাই হোক, আমরা চাই সবকিছু স্বাভাবিক হয়ে আসুক এবং আমরাও যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে যত দিন প্রয়োজন হয়, তত দিন এই ব্যব্স্থা চালিয়ে যেতে পারি।

চালের দামের বিষয়ে কালবেলাকে টিসিবির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত আমাদের দিকে থেকে সিদ্ধান্ত আগামী মাস (জুলাই) থেকে কার্ডধারী পরিবারকে ভর্তুকির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল দেওয়ার। দামের বিষয়টি খাদ্য মন্ত্রণালয় ঠিক করবে। এ নিয়ে দুই পক্ষের পধ্যে আলাপ-আলোচনা হয়েছে, সামনে আরও সভা হবে। আশা করছি, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের চাল দিতে পারব।

এদিকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় টিসিবি প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা দাম কমিয়ে ১০০ টাকায় সরবরাহ করছে। জুন মাসের কার্যক্রমে একজন কার্ডধারী পরিবার ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পাছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

১০

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১১

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১২

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১৩

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৪

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১৫

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১৬

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৭

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৮

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৯

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

২০
X