কমিশনার মু. মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে বিভিন্ন সংবাদমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাকে সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৪ মে) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন তথ্য জানিয়েছে বিএসইসি। মু. মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসার বিষয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১১ মে বিভিন্ন সংবাদমাধ্যমে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা বাস্তবভিত্তিক নয়।
বিএসইসির চাকরিতে যোগদানের পর তিনি কোনো শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করেননি বরং বিএসইসিতে যোগদানের আগের বিদ্যমান বিও অ্যাকাউন্টটি বন্ধে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন।
এসময় বিও অ্যাকাউন্টে থাকা সব শেয়ার বিক্রয় করার নির্দেশনা তিনি সংশ্লিষ্ট ব্রোকারকে দিয়েছিলেন এবং বিক্রয় করা সম্ভব এমন সব শেয়ার যতদ্রুত সম্ভব বিক্রয় করে দেওয়া হয়েছিল, যা ছিল অ্যাকাউন্টটি বন্ধের উদ্যোগের অংশ।
কিন্তু ফ্লোরপ্রাইসের কারণে একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ার বিক্রয় সম্ভব হয়নি বিধায় বিও অ্যাকাউন্টটি শেয়ার শূন্য করা যায়নি এবং এ কারণেই সকল প্রচেষ্টা সত্ত্বেও বিও অ্যাকাউন্টটি বন্ধ করা সম্ভব হয়নি। এর মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে, বিএসইসি’র চাকরিতে যোগদানের পর বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত হননি এবং এখনো যুক্ত নন।
মন্তব্য করুন