রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন

আফরোজা শাহীন। ছবি : সংগৃহীত
আফরোজা শাহীন। ছবি : সংগৃহীত

টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের স্ত্রী আফরোজা শাহীনকে গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাকিবের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে জানানো হয়, রোববার (২২ জুন) পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৮ জুন, আবদুল্লাহ হিল রাকিব ও তার ঘনিষ্ঠ বন্ধু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান গুড্ডু কানাডায় একটি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারান।

বিবৃতিতে আবদুল্লাহ হিল রাকিবকে একজন দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। টিম গ্রুপের লক্ষ্য, অগ্রগতি ও সাফল্যে তার অটল প্রতিশ্রুতি, নিষ্ঠা ও সামাজিক উন্নয়নে অবদানের কথা তুলে ধরা হয়। কোম্পানির ভবিষ্যৎ যাত্রায় তার নেতৃত্ব এক অনন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করা হয়।

নিজের স্বামীর পাশে থেকে আফরোজা শাহীন দীর্ঘদিন ধরে টিম গ্রুপের নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানের মূল্যবোধের প্রতি তার গভীর অনুধাবন, দায়িত্ববোধ এবং দৃঢ় মনোবল তাঁকে এই পরিবর্তনকালীন সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আফরোজা শাহীনের দৃঢ়তা, নিষ্ঠা এবং প্রতিষ্ঠানের লক্ষ্য ও দর্শনের সঙ্গে তার মেলবন্ধন টিম গ্রুপকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পরিচালনা পর্ষদ সকল স্টেকহোল্ডারকে তার নেতৃত্বে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

আফরোজা শাহীন ২০০১ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ নেন।

তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর ১৯৯১ ও ১৯৯৩ সালে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে।

আফরোজা শাহীন ১৯৯৯ সালে আবদুল্লাহ হিল রাকিবকে বিয়ে করেন এবং টিম গ্রুপের জন্মলগ্ন থেকেই তার পাশে ছিলেন। তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গ্রুপের লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘টুয়েলভ ক্লোথিং’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পরিচালনা পর্ষদের ওই বৈঠকে তাদের দুই সন্তান—মাহির দায়ান ও লামিয়া তাবাসসুম—কেও পর্ষদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাহির দায়ান বর্তমানে সেনে‌কা পলিটেকনিক কলেজে অধ্যয়নরত, এবং লামিয়া তাবাসসুম টরেন্টো বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

জয় দিয়ে লা লিগা অভিযান শুরু বার্সেলোনার

সিলেটে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

নতুন মৌসুমে ম্যানসিটির দাপুটে শুরু

১১ বছরের শিশু চালাচ্ছিল ভ্যান, উল্টে প্রাণ গেল দাদা-নাতির

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে : আমিনুল হক

দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া

অক্টোবরে দুবাইতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ 

শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি : এ্যানি

১০

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেল ৩৩ বাণিজ্যিক ব্যাংক

১১

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

১২

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

১৩

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

১৪

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

১৫

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

১৬

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

১৭

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

১৮

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

১৯

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

২০
X