কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি ঘোষণা 

সারা দেশে কলমবিরতির ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
সারা দেশে কলমবিরতির ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ যৌক্তিক সংস্কারের দাবিতে আগামীকাল মঙ্গলবার ও বুধবার সারা দেশে তিন ঘণ্টা কলমবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট তিন ঘণ্টা এই কর্মসূচি পালন করবেন তারা। সারা দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন।

সোমবার সারা দেশে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন তারা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট তিন ঘণ্টা এই কর্মসূচি চলে। সারা দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা হাজির হতে থাকেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। যেখানে দেখা গেছে ‘গোলামি আইন বাতিল কর, করতে হবে’, ‘বদলির নামে প্রহসন মানি না, মানবো না’, ‘বদলির নামে জুলুমবাজি বন্ধ করতে হবে’ ইত্যাদি লেখা ছিল।

এর আগে, সোমবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচতলায় অবস্থান করেন। গত শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ দাবি করেছে, এনবিআর চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করতে হবে। তাদের মতে, তার নেতৃত্বে রাজস্ব সংস্কারের কার্যক্রম কেবল সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এর আগেই রাজস্ব ভবনে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ঐক্য পরিষদ।

সরকার গত ১২ মে একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে। এর প্রতিবাদে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতির মাধ্যমে আন্দোলন চালিয়ে যান।

২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনবিআর বিলুপ্ত করা হয়নি; বরং এটি ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদা পাবে। এই ঘোষণার পর ২৬ মে কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যানের অপসারণ ও তার সঙ্গে অসহযোগিতার ঘোষণা দেয়।

পরে, ২০ জুন এনবিআরের কাঠামোগত সংস্কার কার্যক্রমে সমন্বয়ের জন্য সরকার ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। এতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয় এনবিআর সদস্য (কর, লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে। এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে এবং এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ২১ জুন বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেই আক্রান্ত হাসপাতাল

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

১৭ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

১৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত

১২

এসিআই পিএলসি-তে চাকরির সুযোগ

১৩

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৫

গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম

১৬

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

১৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

১৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

২০
X