কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দামে সবচেয়ে বড় পতন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবার (৮ আগস্ট) স্থিতিশীল থাকলেও সপ্তাহজুড়ে জুনের পর সবচেয়ে বড় পতন নথিভুক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যিক উত্তেজনা ঘিরে বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগই এই পতনের মূল কারণ। খবর রয়টার্সের।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৬ দশমিক ৫৯ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম অপরিবর্তিত থেকে ৬৩ দশমিক ৮৮ ডলারে স্থির থাকে। তবে পুরো সপ্তাহে ব্রেন্টের দাম ৪ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে।

দিনের শুরুর দিকে মার্কিন তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায় ব্লুমবার্গের এক প্রতিবেদন প্রকাশের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তির পথে এগোচ্ছে, যা রাশিয়ার দখলে থাকা কিছু অঞ্চলকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে এবং রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ তৈরি করবে। তবে এর পাশাপাশি রাশিয়ান তেলের ক্রেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বিরোধও বাড়ছে। এই সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভারত রাশিয়ান তেল কিনতে থাকলে তাদের ওপর শুল্ক বাড়ানো হবে। একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন চীনের ক্ষেত্রেও।

এদিকে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একাধিক দেশের আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, যা বৈশ্বিক অর্থনীতি ও তেলের চাহিদা নিয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে।

তেলের উৎপাদন নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস রোববার ঘোষণা করেছে, সেপ্টেম্বর মাসে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রেও তেল খনন রিগের সংখ্যা বেড়ে ৪১১-এ পৌঁছেছে।

এফজিই নেক্সান্টইসিএর বিশ্লেষণে বলা হয়েছে, ওপেক প্লাস সদস্যদের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত এবং ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ায় বাজারে নেতিবাচক মনোভাব ফিরে এসেছে।

অন্যদিকে, ট্রাম্প অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরানকে ফেডারেল রিজার্ভের শূন্য পদে মনোনীত করার ঘোষণা দিয়েছেন। এতে সুদের হার কমার প্রত্যাশা বেড়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদা বাড়াতে পারে।

ডলারের মান শুক্রবার কিছুটা বেড়েছে, তবে সপ্তাহজুড়ে তা নিম্নমুখী ছিল। ডলারের মান বৃদ্ধি পেলে বিদেশি ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত তেলের দাম বেড়ে যায়, ফলে চাহিদা কমে।

যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশনের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিনিয়োগকারীরা তেলের ফিউচার ও অপশন বাজারে তাদের নেট লং পজিশন কমিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১০

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১১

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১২

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৩

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৪

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৫

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

১৬

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

১৭

আজহারীর বই নকলের অভিযোগ, তদন্তে ডিবি

১৮

শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন পলক

১৯

‘ফ্যাসিস্ট’ অভিযোগে বিরক্ত পিএসজি ফুটবলার

২০
X