

বিশ্ববাজারে মঙ্গলবার স্বর্ণের দাম কমেছে। আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছানোর পর আজ দাম কমলো। দুপুরে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ড ০.৩% কমে প্রতি আউন্সে ৪,২১৮.৭১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৬% কমে প্রতি আউন্সে ৪,২৫০.৭০ ডলারে দাঁড়িয়েছে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম আবার বাড়তে পারে। কারণ, বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের নীতি-নির্ধারণের জন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় রয়েছেন। মার্কিন নীতির যে কোনো পরিবর্তন বাজারে প্রভাব ফেলবে।
এদিকে দেশের বাজারে মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা বিক্রি হবে। সর্বশেষ সোমবার (১ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
মন্তব্য করুন