কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এএআইবিএস এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এএআইবিএস-এর নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এএআইবিএস-এর নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি (এএআইবিএস)– এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জুন) ঢাকার একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলসহ প্রবাস থেকেও যোগ দেন।

ব্যারিস্টার মনজুর হাসান ওবিই এর দুই মেয়াদ শেষ হওয়ায় ইব্রাহিম খলিল আল-জায়াদ নতুন চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এজিএম চলাকালীন তাহমিদ সামিকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য এবং ফাহমিদা ওয়াহাবকে সাধারণ পরিষদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন এম. নাসেমুল হাই।

বিদায়ী চেয়ারপারসন মনজুর হাসান ওবিই তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারপারসন এবং নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যদের স্বাগত জানান। তিনি আস্থা ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত সদস্যরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানের পরিচালনাকে জোরদার করবেন। তিনি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় একশনএইড বাংলাদেশ-এর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি প্রান্তিক জণগোষ্ঠী, নারী ও যুবদের পক্ষে কাজ করার জন্য প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে অভিবাদন জানিয়ে রোহিঙ্গাদের উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারি চলাকালীন অসাধারণ কাজের কথা উল্লেখ করেন।

মনজুর হাসান ওবিই ২০১৭ সালের মে থেকে একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি-এর বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠন এবং বোর্ডের পরিচালনা জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য একশনএইড ব্যবস্থাপনা পর্ষদ, নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যরা তার অবদানকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ় দৃষ্টি ও প্রত্যয়ের সাহসী এক ব্যাক্তিত্ব বলেও উল্লেখ করা হয় সভায়। তার মেয়াদকালে তিনি বোর্ড এবং পরিচালনা পর্ষদকে শক্তিশালী করার জন্য অবদান রেখেছেন বলে অভিমত প্রকাশ করেন বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সবাই।

এ সময় একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্স-অফিসিও সেক্রেটারি ফারাহ্ কবির প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পরিচালনা ব্যবস্থা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানান যারা আগামী দিনে প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেবে।

সাধারণ পরিষদের সদস্যরা বার্ষিক সাধারণ সভা চলাকালীন বার্ষিক অডিট রিপোর্ট ২০২২ অনুমোদন করেন। তারা প্রতিষ্ঠানের জন্য ২০২৩ সালের প্রধান নিরীক্ষকও নিযুক্ত করেন। গত বছরের প্রধান কর্মকাণ্ড ও অর্জন নিয়েও আলোচনা হয় সভায়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে সভার সমাপ্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে বিচারককে গুলি করে হত্যা

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

একদিকে অভিযানের ট্রলার, অন্যপাশে ‘ধুমধামে’ ইলিশ শিকার

আলু খেয়ে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছেন কি

নিজের সিদ্ধান্ত বদলালেন হ্যারি কেইন

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

মাত্র ১৩ গ্রাম ওজনে বিশ্বের সবচেয়ে ছোট ফোন

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

সড়কের দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১০

লাইসেন্সবিহীন পশুখাদ্য ও ওষুধ কারখানা সিলগালা

১১

চট্টগ্রামে হাকিম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির : বিএনপি

১২

জুবিনের নিরাপত্তারক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন

১৩

তরুণদের স্থূলতা কি বিপদের ইঙ্গিত

১৪

ইনজুরিতে মারুফা, পরবর্তী ম্যাচ খেলা নিয়ে যা জানা গেল

১৫

বক্স অফিসে অপ্রতিরোধ্য রঘু ডাকাত

১৬

একসঙ্গে আগুন নেভাতে যান বাবা-ছেলে, অতঃপর...

১৭

‘সংখ্যালঘু বলে কোনো কনসেপ্ট নেই’

১৮

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১

২০
X