জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে।
বুধবার (১৪ জুন) ঢাকা জেলা প্রশাসনের মিডিয়া সেল উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা প্রশাসক লাল ফিতা কেটে এ সেলের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, স্বাধীনতা সপক্ষের শক্তি যারা রয়েছেন, তাদের অবদানের কারণে এ দেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই না এ ঢাকা, পুরান ঢাকা বা বাংলাদেশের এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো ধরনের নেতিবাচক কোনো ঘটনা ঘটুক। কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন হয় বা কোনো ধরনের নাশকতামূলক, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সচেতন রয়েছি, কাজ করছি।
মন্তব্য করুন