রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় গুরুতর আহত হওয়া হেলপার সুমন মিয়া মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে সুমন গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সুমন ‘লাল-সবুজ’ পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন।
সুমনের সহকর্মী বাসচালক শামসুল হক বলেন, ঘটনার দিন রাতে সায়েদাবাদ বাস টার্মিনালে লাল-সবুজ বাসটির চাকা মেরামতের কাজ চলছিল। সুমন বাসের চাকা খুলে ব্রেক ওয়েল দিচ্ছিলেন। ওই সময় পেছন থেকে ইকোনো পরিবহনের একটি বাস ব্যাক গিয়ার দিয়ে ঘুরানোর সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন সুমন।
মন্তব্য করুন