কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গাবতলী-চাষাঢ়া রুটে নগর পরিবহনের এসি বাস ভাঙচুর

ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঢাকা নগর পরিবহনের বাস। ছবি : কালবেলা
ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঢাকা নগর পরিবহনের বাস। ছবি : কালবেলা

রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া রুটে নতুন চালু হওয়া ঢাকা নগর পরিবহনের এসি বাসে ভাঙচুর চালিয়েছে লেগুনা শ্রমিকরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া কাউন্টারে ভাঙচুর চালায় একদল লোক।

এ সময় তারা নগর পরিবহনের বাসের প্রবেশ ফটকের গ্লাস ভাঙচুর করে ও ঢাকা নগর পরিবহন নামের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ ছাড়া কাউন্টারে কর্মরত লোকদের মারধর করে বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় বুধবার বিকেল ৩টায় পুনরায় বাস সার্ভিস চালু হয়।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বলেন, গাবতলী-চাষাঢ়া রুটে নতুন চালু হওয়া ঢাকা নগর পরিবহনের এসি বাসে একটু ঝামেলা হয়েছে। বুধবার দুপুরের দিকে স্থানীয় লেগুনা শ্রমিকরা বাস চলাচলে বাধা দিয়েছিল। পরিবর্তিতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় গাড়ি পুনরায় চালু করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঢাকা নগর পরিবহন এসি বাস সার্ভিসটি মঙ্গলবার চালু হয়েছে। বাস চলাচল নিয়ে কোম্পানির মালিক পক্ষের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। তাই বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে ঢাকা নগর পরিবহন এসি বাস সার্ভিসের মালিক পক্ষ জানিয়েছেন ভিন্ন কথা। এ বিষয়ে ঢাকা নগর পরিবহন এসি সার্ভিস কোম্পানির চেয়ারম্যান শাহ মুহাম্মদ আজিজুর আনসারী বলেন, মঙ্গলবার থেকে গাবতলী-চাষাঢ়া রুটে ২০টি বাস দিয়ে ঢাকা নগর পরিবহন এসি সার্ভিস চালু করা হয়েছে। ডিটিসিএ’র সমন্বয়ে এই বাস সার্ভিস পরিচালনা করা হচ্ছে। কিন্তু বুধবার দুপুরের দিকে হঠাৎ করে কিছু লোক এসে আমাদের চাষাঢ়া কাউন্টার ভাঙচুর করে। একটি এসি বাসের (ঢাকা মেট্রো-ব ১৫৮২৮৩) গ্লাস ভেঙে দেয়। বাস চলাচলে তাদের অনুমতি নেওয়া হয়নি বলে তারা দাবি জানান। এ বিষয়ে ডিটিসিএ’র সঙ্গে যোগাযোগ করা হলে পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় বিকেল ৩টা থেকে বাস পুনরায় চলাচল শুরু হয়।

ডিটিসিএ’র সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া পর্যন্ত সবুজ রঙের (সংশোধিত) ২১ রুট চালু করা হয় ঢাকা নগর পরিবহনের সাদা রঙের এসি বাস সার্ভিস। বাসটি গাবতলী থেকে শুরু হয়ে শ্যামলী, কলাবাগান, সাইন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, হানিফ ফ্লাইওভার দিয়ে কাজলা, সাইন বোর্ড হয়ে নারায়ণগঞ্জের চাষাড়া চলাচল করছে। গাবতলী-চাষাঢ়া পর্যন্ত ৩১ কিলোমিটার পথে ২০ বাস স্টপিজ নির্ধারণ করা হয়েছে। এই বাস সার্ভিসে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে গাবতলী থেকে চাষাঢ়া পর্যন্ত বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭২ টাকা। কিন্তু সার্ভিস উদ্বোধন উপলক্ষে এ ভাড়া কিছুটা কম নেওয়া হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

মক্কা থেকে যা বললেন ফারহান

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১০

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

১১

কোন জেলার জামাই হচ্ছেন ইশরাক

১২

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হবে : গোলাম পরোয়ার

১৩

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

১৪

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

১৫

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

১৬

লক্ষ্মীপুরে মা-মেয়ে হত্যা, আটক সোহেল নিহতদের ‘আত্মীয়’

১৭

ইশরাকের হবু স্ত্রীর ছবি প্রকাশ

১৮

প্রেম ভাঙার গুঞ্জনে যা বললেন সাদিয়া

১৯

সাংবাদিক হায়াতকে কুপিয়ে হত্যায় সাতক্ষীরায় প্রতিবাদ

২০
X