বুদ্ধিপ্রতিবন্ধী যুবক আল আমিনের (২৬) ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। দুদিন ধরে নিখোঁজ আল আমিনের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার পরিবারের সদস্যদের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় ৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় আল আমিনের ভগ্নিপতি একটি জিডি করেছেন।
জিডিতে বলা হয়েছে, শনিবার (২ সেপ্টেম্বর) ১১টায় কাউকে কিছু না বলে মগবাজারের নয়াটোলার বাসা থেকে বের হন আল আমিন। তিনি একজন বুদ্ধিপ্রতিবন্ধী। ঠিকমতো কথা বলতে পারে না। নিজের নাম বলতে পারলেও বাসার ঠিকানা বলতে পারে না।
আরও উল্লেখ করা হয়, বেরিয়ে যাওয়ার সময় তার পরনে লাল রঙের টি-শার্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট। আল আমিনের বয়স ২৬, গায়ের রঙ ফর্সা।
কেউ আল আমিনের সন্ধান পেলে ০১৯২৪-৫২২ ৫৮০ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন