তানভীর নামে একজন প্রতিবন্ধী ছেলে হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক ২০ বছর। সে একটু একটু কথা বলতে পারে কিন্তু নিজের নাম ঠিকানা বলতে পারে না। তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে মনোযোগের সঙ্গে শোনে, মাথা নাড়িয়ে জবাব দেয়, অনেক ক্ষেত্রে হাসে। হারানোর সময় তার পরনে ছিল গ্রামীণ চেকের ট্রাউজার ও কালো রঙের গেঞ্জি (টি শার্ট)। গেঞ্জির বুকে ‘Music’ লেখা আছে। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা প্রায় পাঁচ ফুট।
তানভীর গত শনিবার (৩১ মে) গাইবান্ধা জেলার পশালবাড়ি উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে বেড়িয়ে গেছে কিন্তু আর বাসায় ফিরেনি। স্থানীয়ভাবে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
সে মাঝেমধ্যেই বাড়ি থেকে বেড়িয়ে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে যেত এবং রাতে বাসায় ফিরে আসত।
তার পিতার নাম : আনিছুর রহমান, মাতার নাম : শিউলি বেগম।
কোনো ব্যক্তি তানভীরের খোঁজ পেলে নিম্নবর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
মোবাইল নং ০১৩১৯ ১০৫ ১৩৯, ০১৩০০ ১৭৪ ৮৩৪
মন্তব্য করুন