দীর্ঘ ১৫ বছর পর আগামী ২১ আগস্ট (বৃহস্পতিবার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ২০২৫-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন।
সোমবার (১১ আগস্ট) ছিল ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আগামী বুধবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্তকরণ এবং বৃহস্পতিবার (১৪ আগস্ট) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (১৮ আগস্ট), আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার (১৯ আগস্ট)।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে ২১ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একই দিনে ব্যাংকের সব শাখা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। শাখায় কর্মরত সদস্যরা সংশ্লিষ্ট শাখায় সরাসরি ভোট দিতে পারবেন অথবা পূর্বেই প্রেরিত ব্যালট পেপার পূরণ করে নির্বাচনের দিন দুপুর ১২টার আগে আবদ্ধ খামে প্রধান নির্বাচন কমিশনারের নিকট পৌঁছে দিতে পারবেন। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১২ ধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের মোট ৩৯টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর সবার অংশগ্রহণে এই নির্বাচন হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা আশা করছেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
অভিযোগ রয়েছে, গত ১৫ বছর ধরে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির নির্বাচনের নামে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছিল। অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও প্রার্থী হতে পারেননি, এমনকি ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাননি। ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা নিজেদের মতো করে সমিতি পরিচালনা করেছেন। তবে এবার সবার অংশগ্রহণে নির্বাচন হওয়ায় ব্যাংকের অভ্যন্তরে ভিন্নধর্মী উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।
মন্তব্য করুন