বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন

দ্বিতীয় দফার ভোট ২ জানুয়ারি ঢাকায়, ব্যালট বাক্স রাখা হয়েছে থানায়

রাজশাহী কলেজ। ছবি : কালবেলা
রাজশাহী কলেজ। ছবি : কালবেলা

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫ –এর প্রথম দফার ভোট গ্রহণ রাজশাহীতে সম্পন্ন হয়েছে। দুই দফায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে আগামী ২ জানুয়ারি ঢাকায়। নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে প্রথম দফার ভোটের ব্যালট বাক্স সিলগালা করে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় সংরক্ষণ করা হয়েছে।

গত শুক্রবার রাজশাহী কলেজে প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট পাঁচটি দীর্ঘ ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির দৈর্ঘ্য প্রায় ২০ ইঞ্চি। কার্যনির্বাহী পরিষদের ৪৩টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ব্যালট পেপারগুলো দীর্ঘ হয়েছে।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান। তিনি বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে যেন কারও কোনো ধরনের সন্দেহ না থাকে, সে জন্যই ব্যালট বাক্সগুলো সিলগালা করে থানায় রাখা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়। সে বছর আয়োজিত একটি পুনর্মিলনীর মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়, যেখানে প্রায় সাড়ে আট হাজার প্রাক্তন শিক্ষার্থী এবং আরও দুই হাজার অতিথি অংশ নেন। পরে কলেজের তৎকালীন অধ্যক্ষ হাবিবুর রহমানের নেতৃত্বে ৮১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এবারের নির্বাচনেও তাকেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৩১ জন। এর মধ্যে রাজশাহীতে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৯৮ জন। ঢাকা অঞ্চলের ভোটার সংখ্যা ৫৯১ জন। বাকি ভোটাররা সিলেট, চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের। আগামী ২ জানুয়ারি ঢাকার এলজিইডি ভবনের দ্বিতীয় তলায় ঢাকাসহ অন্যান্য এলাকার ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ‘ক’ ও ‘খ’ —এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘ক’ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মেজর জেনারেল (অব.) আসিকুজ্জামান তুষার, যিনি কুয়েতের সাবেক রাষ্ট্রদূত। সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিকিৎসক তাহসিনা শামীম ওরফে তাসু। অপরদিকে ‘খ’ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন রাজশাহীর সিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী সাইদুর রহমান ওরফে কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ সালাম ওরফে বিপ্লব।

‘খ’ প্যানেলের সভাপতি প্রার্থী চৌধুরী সাইদুর রহমান বলেন, সমন্বয় জোরদার করা, নবীন এই সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নিবিড় তত্ত্বাবধানে কাজ করার লক্ষ্যেই তারা রাজশাহী থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী দিয়েছেন।

অন্যদিকে ‘ক’ প্যানেলের সহসভাপতি প্রার্থী মালেকা মাকসুদা বলেন, তাদের প্যানেলে রাজশাহীর ২০ জন, ঢাকার ২২ জন এবং চট্টগ্রামের একজন প্রার্থী রয়েছেন। সভাপতি ঢাকার হলেও সাধারণ সম্পাদকসহ দপ্তর ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদ রাজশাহীর হাতে রাখা হয়েছে। তার মতে, অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করতে হলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

দুটি সরকারি, দুটি বেসরকারি / কোয়ার্টারে বাংলাদেশের চার জুটি

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে সাংবাদিকের কর্মসূচি

১০

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন / দ্বিতীয় দফার ভোট ২ জানুয়ারি ঢাকায়, ব্যালট বাক্স রাখা হয়েছে থানায়

১১

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৩

সিলেট-২ আসনে বিএনপির চূড়ান্ত টিকেট পেলেন ইলিয়াসপত্নী লুনা

১৪

মগবাজারে বোমা হামলায় নিহত যুবকের পরিচয়

১৫

দেশের পথে সপরিবার হিথরো বিমানবন্দরে তারেক রহমান

১৬

বিএনপিতে যোগ দিয়েই ‘ধানের শীষ’ পেলেন এনপিপির ফরহাদ

১৭

বিপিআইএর সভাপতি মোশারফ, মহাসচিব সাফির

১৮

সিডিএতে নকশা অনুমোদনে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, দুদকের অভিযান

১৯

বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

২০
X