ভারতীয় ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে সাধন কুমার মন্ডল নামে একজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাগুরার বাসিন্দা সাধন কুমার মন্ডল দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসাপ্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছিল।
বিশেষ করে চিকিৎসা নিতে যাবেন এমন ব্যক্তিদের টার্গেট করে জরুরি ভিসা করে দেওয়া, ডাক্তারের ভুয়া অ্যাপয়েনমেন্ট দেয়াসহ নানা ধরনের প্রতারণা করছিল সে। ভুক্তভোগীদের অভিযোগে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গত জুনে ভারতীয় ভিসা দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বদরুল আলম নামে আরেক প্রতারককে গ্রেপ্তার করা হয়।
ভিসার জন্য দালালদের না ধরে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার।
মন্তব্য করুন