রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুপুর ১২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক প্রোগ্রাম।
জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান।
ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
সেগুনবাগিচায় পার্টি অফিসে বেলা ১১টায় সংবাদ সম্মেলন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কর্মসূচি
বিদ্যুৎ ভবনে বিকেল সাড়ে ৩টায় সমঝোতা স্মারক সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গণ-অধিকার পরিষদের কর্মসূচি
হোটেল ওয়েস্টিনে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
মন্তব্য করুন