

রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) থেকে রোববার (৯ নভেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। গ্রেপ্তারদের ফোনে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এ ছাড়া আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল।’
তিনি আরও বলেন, ‘ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে তিনজন, রমনা বিভাগ তিনজন, ডিবি সাইবার বিভাগ দুজন, মতিঝিল বিভাগ চারজন, ওয়ারী বিভাগ পাঁচজন, উত্তরা বিভাগ দুজন, তেজগাঁও বিভাগ দুজন, লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ ও অন্য বার্তা আদান-প্রদানকারী অ্যাপে বেলুন উড়ানোসংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে। বেলুনে কী লেখা থাকবে, সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান-প্রদান করেছে একে-অন্যের সঙ্গে। হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায়, কোথা থেকে, কীভাবে বেলুন, গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে।
মন্তব্য করুন