

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
রাজধানীর শাহবাগে সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
বুয়েট ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে ইনোভার্স বাংলাদেশ। আজ মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কর্মসূচি
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সকাল ১০টায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারসহ ১০ জন শিক্ষক নেতাদের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সিপিবির কর্মসূচি
সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় জাতীয় সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মন্তব্য করুন