

রাজধানীর আসাদগেট সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ঢাকার বিচারক অরুণাভা চক্রবর্তী। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও চশমা ঘটনার পরদিনই উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৯ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বিচারক অরুণাভা চক্রবর্তী হাঁটার সময় আসাদগেট ওভারব্রিজের নিচে তিন ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা হুমকি দিয়ে তার রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও ব্যবহৃত চশমা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান শুরু করে। পরদিন ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার আশপাশ থেকে মো. জুয়েল (৩৩) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার কাছ থেকেই উদ্ধার করা হয় বিচারকের মোবাইল ফোন, চশমা এবং ছিনতাইয়ের সময় ব্যবহৃত লোহার রড।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিচারকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সব মালপত্র উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন