

লালমনিরহাটের আদিতমারীতে জমিতে ড্রেন খুঁড়তেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে গ্রেনেড। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কমলাবাড়ি পশ্চিমপাড়া এলাকার সত্তরোর্ধ্ব কৃষক আব্দুল আজিজ গ্রেনেডটি পেয়ে বাড়িতে নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল আজিজ নিজ জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন। এ সময় তিনি মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখতে পান। কাছে গিয়ে দেখেন সেটি গ্রেনেডের মতো। পরে তিনি সতর্কতার সঙ্গে এটি তুলে বাড়িতে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী গ্রামবাসী তার বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আব্দুল আজিজ বলেন, ‘মাটি খুঁড়তে গিয়েই গ্রেনেডটি দেখি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাড়ির পাশে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তখন তাদের হাতে গ্রেনেড দেখেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর গতিরোধে আশপাশের সেতু-কালভার্টে গ্রেনেড নিক্ষেপ করতেন তারা। সম্ভবত সেই সময়ের ফেলে রাখা কোনো গ্রেনেডই এটি।’
আদিতমারী থানার ওসি আলী আকবর কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন। এটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। গ্রেনেডটি ডিসপোজ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত এটি থানায় নিরাপদে রাখা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মন্তব্য করুন