

বলিউডের মঞ্চ কাঁপানো কণ্ঠ, একসময়ের লাইভ কনসার্ট প্রিয় তারকা মোনালি ঠাকুর হঠাৎই সব দিক থেকে যেন উধাও হয়ে গিয়েছিলেন। গানের মঞ্চ, সোশ্যাল মিডিয়া, এমনকি ভক্তদের সঙ্গেও যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তিনি। কয়েক মাস আগের এক পোস্ট ঘিরে তখন শুরু হয়েছিল জল্পনা। ভক্তরা তখন ভাবতে থাকেন, তাহলে কি ব্যক্তিগত জীবনে ভালো নেই মোনালি? বিয়েতে কি টানাপোড়েন? প্রশ্নের শেষ ছিল না। কিন্তু সেই সময় গায়িকা ছিলেন নিশ্চুপ।
অবশেষে বহুদিন পর নীরবতা ভাঙলেন মোনালি ঠাকুর। জানালেন নিজের না বলা কষ্টের কথা, ব্যাখ্যা দিলেন কেন দূরে সরে ছিলেন সবার কাছ থেকে।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে মোনালি বলেছেন, ‘পূজার আগে থেকেই ভীষণ অসুস্থ আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন পিছু ছাড়ছিল না। হঠাৎ দাঁতে গুরুতর সমস্যা দেখা দেয়, ফলে অস্ত্রোপচার করাতে হয়। তখন কেউ আমাকে দেখলে অবাক হয়ে যেত—মুখ ভীষণ ফুলে গিয়েছিল। এটা সামলে উঠতেই আবার মারাত্মক জ্বর। এখন একটু ভালো আছি। আপনারা আমার জন্য চিন্তা করেছেন—এটাই সবচেয়ে ভালো লাগে। তাই সবাইকে ধন্যবাদ।’
গায়িকা আরও বলেন, ছোটবেলা থেকেই কাজ শুরু করায় দীর্ঘদিনের পরিশ্রমের চাপ এখন এসে শরীরকে ক্লান্ত করে তুলেছে। তাই আপাতত ছুটি কাটাচ্ছেন, শরীর ও মনকে সময় দিচ্ছি। পাশাপাশি নতুন কাজের পরিকল্পনাও চলছে। ভাবলাম, তোমাদের সঙ্গে একটু আলাপ করি। খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে ফিরছি। আর নিয়মিত সোশ্যাল মিডিয়াতেও থাকব।
দীর্ঘদিন ধরেই বিদেশে থাকেন এই তারকা। সেখানে গোপনে বিয়েও সেরেছিলেন—যা নিয়ে নানা জল্পনা আজও ভক্তদের মনে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখনও মুখ খুলছেন না মোনালি; সেই অংশটুকু আড়ালেই রাখতে চান তিনি।
মন্তব্য করুন