

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার লক্ষ্যে গঠিত হয়েছে ‘মোহাম্মদপুর প্রেস ক্লাব’। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিকদের এক সভায় এই প্রেস ক্লাবের ২২ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মহিব্বুল্লাহ তুষার (সবুজ বাংলা) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শান্তনু বিশ্বাস (কালবেলা)। নবগঠিত এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নতুন এই কমিটি গঠনে উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত ঐক্য এবং দায়িত্ববোধের ওপর জোর দেন। তারা বলেন, মোহাম্মদপুর প্রেস ক্লাব শুধুমাত্র একটি সংগঠন নয়; বরং এটি সাংবাদিকদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা তাদের অধিকার রক্ষা এবং সমাজের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে।
পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন হাওলাদার, সহ-সভাপতি শাহরিয়ার মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন (রাজীব), সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (শিপন), সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক (মুন্না), দপ্তর সম্পাদক তানভীর হোসেন, কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম স্বাধীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন আলী, নারীবিষয়ক সম্পাদিকা সোনিয়া আক্তার, প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক আরমান হোসেন (শান্ত); কার্যকরী সদস্য লাল মিয়া, শ্রী উজ্জ্বল, আরাফাত হোসেন ও নাজমুল হোসেন; সদস্য মো. মেহেদী হাসান (রাফী), লিটন আফরোজ, রিহাম উদ্দিন ও মো. মিজানুর রহমান।
কমিটির সভাপতি মো. মহিব্বুল্লাহ (তুষার) বলেন, ‘আমাদের এই নতুন যাত্রা সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা সাংবাদিকতার মানকে আরও উন্নত করতে পারব।’
সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাস বলেন, ‘মোহাম্মদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য একটি মিলনস্থল হবে, যেখানে তারা নিজেদের সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান খুঁজে নিতে পারবে। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।’
মোহাম্মদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাবুর রহমান বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছি এবং বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়েছি। মোহাম্মদপুর এলাকায় কাজ করতে গিয়ে কোনো সাংবাদিক সংগঠন বা সাংবাদিকদের সহযোগিতা না পেয়ে হতাশ হয়েছি। সেখান থেকেই মোহাম্মদপুরে সব গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি সংগঠন করার চিন্তা করি এবং তারই প্রেক্ষিতে আজ মোহাম্মদপুর প্রেসক্লাব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুর প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সবার সাংবাদিকদের পাশে থাকবে এই কামনা করছি। আমার বিশ্বাস মোহাম্মদপুর প্রেস ক্লাব মোহাম্মদপুরের সব অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদা সোচ্চারভাবে কাজ করবে এবং জনগণের পাশে থেকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।’
মন্তব্য করুন