

চট্টগ্রামের ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ ডিসেম্বর) নতুন ব্রিজ এলাকায় রাজাখালী খালের বেড়িবাঁধ সংলগ্ন ভূতের গুদামে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, চাক্তাই রাজাখালী খাল সংলগ্ন ঝুট ও হোমের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। বাকলিয়া থানার পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে।
মন্তব্য করুন