কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার : ইশরাক

বক্তব্য রাখছেন ইশরাক হোসেন । ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন ইশরাক হোসেন । ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া মানেই জয়-পরাজয় থাকবে। কিন্তু জয়ী হওয়ার জন্য জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা বা ফ্যাসিবাদ কায়েম করার রাজনীতি আমরা বিশ্বাস করি না। জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার।’

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে সূত্রাপুর থানার থানা ৪৪ নম্বর ওয়ার্ডের এর উদ্যোগে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। টানা তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে না পারায় দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের নিপীড়নের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ অবাধ নির্বাচনের পথ তৈরি করেছে।’

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ঢাকা-৬ আসন থেকে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে।’

বিএনপির গণতান্ত্রিক ঐতিহ্যের কথা তুলে ধরে এই তরুণ নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপির হাত ধরেই দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপি কখনো আপস করেনি।

ইশরাক বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, যারা জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নির্বাচিত সরকার না রেখে নিজেদের সুবিধার জন্য একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায়—তারাই আজ ওসমান হাদীর ওপর হত্যাকাণ্ড কিংবা হত্যাচেষ্টা চালিয়েছে। তারাই অতীতে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে যত গুম, খুন ও নিপীড়নের ঘটনা ঘটেছে, তার পেছনের পরিকল্পনাকারী শক্তিও তারাই। এই সকল অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্ব জড়িত ছিল যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে।

তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে সুশাসন, আইনের শাসন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন। স্বাস্থ্য খাতে ‘হেলথ কার্ড’ বা স্বাস্থ্য বিমা চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে সাধারণ মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা পাবে।

শিক্ষা ব্যবস্থাকে জ্ঞানভিত্তিক ও চাহিদানির্ভর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে, যাতে মেধাবীরা বিদেশে গিয়ে আর স্থায়ীভাবে থেকে না যায়।

ঢাকা-৬ আসনের স্থানীয় সমস্যা নিয়ে তিনি রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, গ্যাস সংকট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে বলেন, ‘বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক। আমরা কোনো ধরনের সাম্প্রদায়িকতা বরদাস্ত করবো না।’

ইশরাক হোসেন বলেন, নির্বাচনে জয়ী হোন বা না হোন, তিনি আজীবন জনগণের পাশে থেকেই রাজনীতি করবেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন, আহত নেতা ওসমান শরীফ হাদির আরোগ্য কামনা করেন এবং বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন সুত্রাপুর এর বিশিষ্ট ব্যবসায়ী আলহাদ হাবিবুর রহমান জুম্মা, এম এস মন্টু, শ্রী তপন ঘোষ মহাদেব মোদক , এডভোকেট নাসরিন বেগম, শিক্ষক মোহাম্মদ হাসান, সুত্রাপুর থানা বিএনপির আহবায়ক শেখ আজিজুল ইসলাম, সুত্রাপুর থানার প্রথম যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ, সম্পাদক মোঃ হাসান খান প্রদীপ সহ সূত্রাপুর থানা এবং ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট

আজ যে কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল 

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

বিচ্ছেদ গুঞ্জনে নীল-তৃণা

বিজয় দিবস উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় ২ কোটি ৬২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

মুক্তিযুদ্ধকে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়েছিল : জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, বহু হতাহত

১০

সিরাজগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

১১

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

১২

বইছে শৈত্যপ্রবাহ, টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা

১৩

রুশ সাবমেরিনে ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

আইপিএলের নিলামসহ টিভিতে যত খেলা

১৫

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার পরিস্থিতি কী

১৬

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে

১৭

৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন

১৮

সাত দিন ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা উদ্ধার

১৯

মহান বিজয় দিবসে পুলিশের ট্রাফিক নির্দেশনা, যে পথ এড়িয়ে চলবেন

২০
X