কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা করার আহ্বান

মিরপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : কালবেলা
মিরপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : কালবেলা

“সবার হোক অঙ্গীকার, নিরাপদ কর্মপরিবেশ গড়ার” এই শ্লোগানে কর্মজীবী নারী শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব শোভন কর্ম দিবস ২০২৩ উদযাপন করে। এ উপলক্ষে মিরপুরে র‌্যালি, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, সকল শ্রমিকদের জন্য সময়োপযোগী ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্মদিবস পালন সার্থক হবে। জীবনটাকে শোভন করতে হলে বাজারদরটাকেও শোভন করতে হবে। মিরপুরে শ্রমিক সমাবেশে এ কথা বলেন শিরীন আখতার এমপি। তাছাড়া শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা করার আহ্বান জানান। কর্মক্ষেত্রে নারী- পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠা করার দাবি জানান।

তিনি আরও বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পাইলট আকারে শুরু করেছে তাতে আমরা আনন্দিত। তবে সকল শ্রমিককে এই নিরাপদ স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

জাতীয় নারী জোট এর আহ্বায়ক আফরোজা হক রিনা এমপি বলেন, কর্মক্ষেত্রের নিরাপত্তাই শোভন কর্মপরিবেশ। ন্যায্য মজুরি, যৌন হয়রানিমুক্ত কর্মস্থল, নারীর মানবাধিকার, মর্যাদার জন্য আমাদের একসঙ্গে লড়াই করে যেতে হবে।

অ্যাকশনএইড বাংলাদেশ এর ম্যানেজার মরিয়ম নেছা তার বক্তব্যে বলেন, আমরা আজকে এই সমাবেশে মিলিত হয়েছি কর্ম পরিবেশটা শোভন করার দাবি নিয়ে। শোভন কর্ম পরিবেশ বাস্তবায়ন করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়ার আছে যেখানে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আইএলও কনভেনশন- ১৯০ অনুসমর্থন করার জোর দাবি জানান যা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য গার্ড হিসেবে কাজ করবে।

বক্তারা বলেন, এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের চুক্তিপত্র, পরিচয় পত্র, নির্দিষ্ট কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটির মতো সাধারণ অধিকারগুলো বাস্তবায়নের সুযোগ নেই এবং তারা ট্রেড ইউনিয়নও গঠন করতে পারে না। সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে এগুলো নিশ্চিত করতে হবে। দেশের মোট শ্রম শক্তির ৮৫ ভাগ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। অথচ তাদের জন্য কোন পৃথক আইন নেই, এমনকি তারা শ্রম আইনের সুরক্ষার আওতার বাইরে রয়ে গেছে এখনও। এর ফলে শ্রমিক হিসেবে তাদের যে অধিকার তা থেকে তারা বঞ্চিত। এর জন্য প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

গার্মেন্টস শ্রমিক নেত্রী রহিমা বেগম এর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য শিরীন আখতার এমপি, জাতীয় নারী জোট এর আহ্বায়ক, আফরোজা হক রিনা এমপি, অ্যাকশনএইড বাংলাদেশ এর ম্যানেজার মরিয়ম নেছা। আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, এনসিসি ডব্লিউই এর সদস্য সচিব নইমুল আহসান জুয়েল।

উক্ত সমাবেশের শুরুতে তিন শতাধিক শ্রমিকের উপস্থিতিতে একটি বর্নাঢ্য র‌্যালি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর এর আয়োজনের মধ্য দিয়ে শেষ হ্য়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X