ডিউটি শেষ করে থানায় ফিরছিলেন মফিজুল ইসলাম (৪০) নামে পুলিশের এক এএসআই। পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর খিলক্ষেতে এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ওসি কাজী সাহান বলেন, এএসআই মফিজুল ইসলাম খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে থানায় ফিরছিলেন। পরে কুরাটলি এলাকায় রিকশা থেকে নামার পর দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ওসি জানান, মফিজুলের অবস্থা আশঙ্কাজনক। তার বুক, পেট ও মাথায় বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন