

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের সবচেয়ে বড় শক্তি হলো উদ্যমী মানুষ, বিশেষ করে তরুণ সমাজ। এই শক্তি ও সম্ভাবনার উপর ভর করে শহরকে দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নবনির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্ব ইতিহাস দেখায় যেসব দেশ দ্রুত উন্নতি করেছে, সেখানে তরুণ সমাজই নেতৃত্ব দিয়েছে। চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের উদাহরণ টেনে তিনি বলেন, শিল্পায়ন, প্রযুক্তি বিপ্লব ও যুদ্ধোত্তর পুনর্গঠনে তরুণ উদ্যোক্তা ও দক্ষ শ্রমিকই মূল চালিকাশক্তি। বাংলাদেশও এই পথ অনুসরণ করতে পারে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে সিটি করপোরেশন আধুনিক ব্যবসা পরিবেশ, দক্ষ মানবসম্পদ, ডিজিটাল সেবা এবং বিনিয়োগবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রামের নবনির্বাচিত প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাতের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী পরিষদ তাদের অর্জন তুলে ধরেন, নবগঠিত কমিটি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মো. আমিরুল হক, তরুণ উদ্যোক্তা ইসরাফিল খসরু, চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।
জেসিআই চট্টগ্রাম ২০১২ সাল থেকে ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন