দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে খিলগাঁও থানার পাশ থেকে খিলগাঁও রেলগেইট পর্যন্ত এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক নাঈম আবেদীন, আক্তার হোসেন, রুহুল আমিন, আরমান হোসেন বাপ্পি, রাশিদ তানজীম, নজরুল ইসলাম বাবু, মুদাসসিরুল ইসলাম রায়হান. সদস্য মনিরুজ্জামান টিটু।
এ ছাড়া খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হিরা, সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল, ধানমন্ডি থানা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সেতু, হাজারীবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আবিদ হাসান, সবুজবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সায়েম, মতিঝিল থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রনি, কলাবাগান থানা ছাত্রদলের সদস্য সচিব রবিন বাকাউল, রমনা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম মোল্লা, শাহবাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিদ্বেশ্বরী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমেদ সানি, পল্টন থানা ছাত্রদলের সদস্য সচিব মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইমতিয়াজ, নিউ মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক জয়, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন