পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১২টা ৩৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিনটি ইউনিটের প্রচেষ্টায় ১২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, আগুনের ৩ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
এ সময় প্রত্যক্ষদর্শী আলিম বলেন, আগুন কীভাবে লাগল তা আমরা বলতে পারছি না। তবে হঠাৎ মানুষজন চিৎকার করতে থাকলে আমরা ছুটে আসতে আসতে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসছেন। তারা খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেছে। কিন্তু আগুন কীভাবে লেগেছে আমি বলতে পারব না। তবে ধারণা করা হচ্ছে দোকানের ভিতর থেকেই আগুনটি লেগেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন