রাজধানীর খিলক্ষেতের ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দীন মোহাম্মদ নামে আরও একজন। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত দুজনের একজন হলেন সজীব হোসেন (৩৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি। ঘটনার পর গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ভোর রাতের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। এতে অজ্ঞাতপরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সজীব হোসেন মারা যান।
তিনি বলেন, সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় থাকতেন।
মন্তব্য করুন