রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ নড়েচড়ে বসেছে তদারককারী সংস্থাগুলো। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিগত তিন দিনে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ হোটেল রেস্তোঁরা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ৮৭২ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে দায়ের করা হয়েছে ২০টি মামলা।
বুধবার (৬মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত চলা এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় হোটেল রেস্তোরাঁয় ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার দোকান ও কেমিক্যাল গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত তিন দিনে ১ হাজার ৩৪৭টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে হোটেল ও রেস্তোরাঁ ১ হাজার ১৩২টি। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার রাখার দোকান ২০৭টি এবং কেমিক্যাল গোডাউন ৮টি।
এসব অভিযানে ২০টি মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে এসব অভিযানে মোট ৮৭২ জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন