রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ বিহারে নানা আয়োজনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
এ সময় ধর্মরাজিক অনাথালয়ের ২৫০ অনাথ শিশুর মাঝে খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ধর্মরাজিক বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ্য ও বাংলাদেশ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের, সহসভাপতি স্বরূপানন্দ ভিক্ষু, সহসভাপতি রণজিৎ বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের পানিসম্পদ সম্পাদক যুবনেতা রাহুল বড়ুয়া, অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া ও বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, শিক্ষক অনুপম বড়ুয়া, শরণ বিকাশ বড়ুয়া, রন্জন বড়ুয়া, স্বপন সিংহ, ড. জগন্নাথ বড়ুয়া, অমল বড়ুয়া, টিটু বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন