ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নিরোধে আরও দশজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর বনশ্রীতে ডেঙ্গুবিরোধী অভিযান ও স্কুলে প্রচারাভিযান শেষে এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র ফগিং মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এসময় মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান চলমান। পাশাপাশি সামাজিকভাবে এগিয়ে আসার বিকল্প নেই। জরিমানার পাশাপাশি সচেতনতার বিকল্প নেই। ডিনসিসি কল সেন্টারে নিয়মিত কল আসছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।
রাজধানীর বনশ্রী আইডয়াল স্কুলে শিক্ষার্থীদের সচেতন করেন মেয়র। ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের ভূমিকা সম্পর্কে বলেন এবং ছুটির সময়ে সচেতন থাকার আহ্বান জানান।
এর আগে গত ৮ জুলাই থেকে এডিসবিরোধী মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযান চলাকালে আকস্মিক সফরে নিজেই বিভিন্ন এলাকায় হাজির হচ্ছন মেয়র মো. আতিকুল।
মন্তব্য করুন