নরসিংদীতে জাতীয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শিবপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হারিস রিকাবদার কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সামসুল আলম ভূঁইয়া রাখিল, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ও কালবেলার শিবপুর উপজেলা প্রতিনিধি শেখ মানিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন