চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ৯ কেজি ৬২২ গ্রাম সোনাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকালে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ কালবেলাকে জানান, পাচারকারী একটি দল কক্সবাজার থেকে সোনা নিয়ে চট্টগ্রামে আসছে, এমন খবর পেয়ে ‘মারশা’ বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৯ কেজি ৬২২ গ্রাম সোনাসহ ওই চারজনকে আটক করা হয়।
ওসি বলেন, পাচারকারীরা কক্সবাজার থেকে সোনা নিয়ে চট্টগ্রামের হাজারি গলিতে যাচ্ছিল। উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক ৮ কোটি টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন