

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সফলতার সঙ্গে এভারেস্ট বেজ ক্যাম্প সামিট সম্পন্ন করে চকম দেখাল বাংলাদেশের দুটি দল।
শনিবার (৪ অক্টোবর) কোয়েস্ট ক্রু বাংলাদেশ এবং এফএনএফ রাইডার্স চট্টগ্রামের আট সদস্যের একটি যৌথ দল এই সামিট করে।
মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামালের নেতৃত্বে দলের অন্য সদস্যরা হলেন মেরিন ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, রাফি রুকন, খালেকুজ্জামান রাজু ও ইমরুস সাঈদ, ক্যাপ্টেন সাখাওয়াত কমল, জুয়েল ফরাজী ও মোহাম্মদ আলী।
জানা গেছে, সম্মিলিত দলটি ২৭ সেপ্টেম্বর নেপালের লুকলা থেকে পায়দল ট্রেকিং শুরু করে এবং পরে ফ্যাকডিং, নামছে বাজার, টেংবুচে, ডিংবুচে, লবুচে হয়ে গত ৩ অক্টোবর এভারেস্টের গোড়ায় গোরাকশেপে পৌঁছায়। ৪ অক্টোবর সকাল সাড়ে ৭টায় তুষারপাত ও ঝোড়ো হাওয়া সামনে রেখে বেজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করে এবং বেলা ১১টা ৪৫ মিনিটে সামিটে আরোহন করে তারা। অভিযাত্রী দলের সবাই সামিট শেষে নিরাপদে গন্তব্যে পৌঁছান বলে জানা গেছে।
মন্তব্য করুন