চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। ছবি : কালবেলা
আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। ছবি : কালবেলা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দিন ও চাকসুর জিএস আজিম উদ্দিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। এতে চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন সাবেক বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন ও মহাসচিব হিসেবে থাকবেন জিএস আজিম উদ্দিন।

আগামী এক মাসের মধ্যে ঢাকায় কনভেনশন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। দলটিতে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিনসহ বিএনপির আরও নেতা থাকবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। এ ছাড়াও ঢাকার কনভেনশনে আরও চমক থাকার ঘোষণা দিয়েছে তারা।

রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন মাধ্যমে দলটির অত্মপ্রকাশের ঘোষণা দেন চাকসুর সাবেক ভিপি মো. নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে মো. নাজিম উদ্দিন বলেন, আসছে নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম অংশ নিবে। এরইমধ্যে ১০০ আসনের প্রার্থী দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ঢাকার কনভেনশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যেখানে বিএনপির অনেক নেতাসহ বিভিন্ন চমক থাকবে।

এ সময় আজিম উদ্দিন আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য অবেদন করব। নির্বাচনের আগে তো পাওয়া সম্ভব হবে না। আমরা এখন জোটের ব্যাপারে মহাজোটের সঙ্গে আলোচনা করব। এর মধ্যে যে কোনো একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিম উদ্দিন বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একটা অনিশ্চিত অভিযাত্রা লক্ষ্য করছি। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশি বিদেশি নানা গোষ্ঠী তৎপর হচ্ছে। নানা এজেন্ডা নিয়ে প্রত্যেকেই যেন ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর। পশ্চিমা বিশ্ব- আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্রসমূহ আমাদের ওপর চাপ তৈরি করছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে, সেটা আমাদের দেশের জনগণই ঠিক করতে পারে, বিদেশিরা নয়। আমরা সন্দিহান, এসব রাষ্ট্রসমূহের এসব তৎপরতা ও দৌড়ঝাঁপ নিয়ে। আমরা মনে করি, তাদের এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে তাদের স্বার্থ ও ভৌগোলিক আধিপত্য বিস্তারের নীলনকশা। দেশে কোন সাংঘর্ষিক রাজনীতি আমরা চাই না।

তিনি বলেন, এ সময়ে রাজনীতির ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এখন আর রাজনীতিতে ভালো লোকের স্থান নেই। ছাত্র, শ্রমিক, পেশাজীবীদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই আগের মতো। জাতীয় সংসদের ৮০ ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক আমলা দ্বারা পরিবেষ্টিত। ফলে কার্যত প্রকৃত রাজনীতি নির্বাসনে গেছে। প্রকৃত রাজনীতিবিদদের ওপর জনগণের আস্থা ও সম্মানবোধ দিন দিন উঠে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের কল্যাণ চিন্তা করা, সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার প্রতিনিধি দিন দিন কমে যাচ্ছে। রাজনীতিতে নেতাকর্মী সৃষ্টি করার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হয় না গত ৩০ থেকে ৩৫ বছর। যদি ছাত্রসংসদগুলোর নির্বাচন নিয়মিত হতো, তাহলে এখন রাজনীতিতে একটি গুণগত মান লক্ষ্য করা যেত।

সংশ্লিস্টদের সঙ্গে কথা বলা জানা গেছে, ১৯৯০ সালে চাকসুর নির্বাচনে জাতীয় ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজীয় হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস্তবায়ন হয়নি ৩৫ বছর আগের খুবি ক্যাম্পাসের মহাপরিকল্পনা

ঋতুপর্ণার বাবা কখনোই চাননি মেয়ে নায়িকা হোক

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া নীতিগত অনুমোদন

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

১০

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

১১

ইসির রোডম্যাপে খুশি বিএনপি : মির্জা ফখরুল

১২

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১৩

ঢাকায় চুরির মামলায় আ.লীগ নেতা বরিশালে গ্রেপ্তার

১৪

হাসনাত-সারজিসকে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি

১৫

কদমতলীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

১৬

সিলেটে এবার পুকুরের মধ্যে ‘পাথরের খনি’

১৭

শ্রদ্ধাকে প্রকাশ্যে ভালোলাগার কথা জানালেন আমাল

১৮

ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির তারিখ পরিবর্তন

১৯

জবির দুই শিক্ষককে মারধরের ঘটনায় বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

২০
X