চট্টগ্রামের পটিয়ায় প্রতিবেশীকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ জুন) র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কর্ণফুলী নদীতে একটি জাহাজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জামাল, মো. কামাল হোসেন এবং মো. আব্দুস ছবুর। তারা সম্পর্কে আপন ভাই।
র্যাব জানায়, ২০১৫ সালের ১২ জুলাই পটিয়া থানার ছনহরা এলাকায় পুকুরে গোসল করা নিয়ে খুন হন রাজমিস্ত্রি কামাল উদ্দিন। এ ঘটনায় ওই তিন ভাইসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার পর থেকে আসামিরা ছদ্মবেশে পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন- কামালকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার পর আত্মগোপনে যান ওই তিন ভাই। গ্রেপ্তার এড়াতে তারা নাম ও ঠিকানা পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আত্মগোপন করে ছিলেন।
মন্তব্য করুন