ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতে ফুটপাতে নিম্ন আয়ের মানুষের ভিড় 

তীব্র শীতে ব্রাহ্মণপাড়ায় ফুটপাতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। ছবি : কালবেলা
তীব্র শীতে ব্রাহ্মণপাড়ায় ফুটপাতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। ছবি : কালবেলা

গত কয়েকদিন ধরে দেশের অন্যান্য এলাকার মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়াতেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় দিনের বেলায়ও শীতের তীব্রতা বিরাজ করছে। ফলে গত কয়েকদিন ধরে স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় শীত অনুভূত হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। তারা শীত নিবারণের জন্য ভিড় করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানগুলোতে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন থেকেই ভারী কুয়াশা পড়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর ও ভোরের দিকে এর তীব্রতা আরও বাড়ে। ভোর থেকে সূর্য না ওঠার কারণে বেলা বাড়লেও তাপমাত্রার তেমন তারতম্য ঘটে না। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষজন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় নিম্ন আয়ের সাধারণ মানুষ শীত নিবারণের জন্য ভিড় করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানগুলোতে।

গরম কাপড় কিনতে আসা মোতাহের মিয়া কালবেলাকে জানান, বেশি দাম দিয়ে গরম কাপড় কেনার তৌফিক নেই তার। তাই সে ফুটপাত থেকে গরম কাপড় কিনতে এসেছে। পুরোনো কাপড়ের দামও বেশি। নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের জন্য নামমাত্র কিছু গরম কাপড় কেনার চেষ্টা করছেন তিনি।

গরম কাপড় কিনতে আসা আরেক ক্রেতা আবু বক্কর জানান, গত কয়দিনের শীতে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তিনি। সারাদিন খেটেখুটে যে টাকা উপার্জন করেন তাতে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তার। এর ওপর শীতের কাপড় কেনা তার জন্য খুবই দুরূহ। তবু শীত সইতে না পেরে শেষমেশ ফুটপাত থেকে গরম কাপড় কিনতে এসেছেন।

ফুটপাতে গরম কাপড়ের বিক্রেতা শঙ্কর দেব বলেন, শীত বাড়ায় গত কয়েকদিন ধরে গরম কাপড়ের বিক্রি অনেক বেড়েছে। আমি প্রতিটি বাজার ও অনেক মোড়ে গরম কাপড় বিক্রি করি। এ বছর তেমন গরম কাপড় বিক্রি না হলেও এ কয়দিন বিক্রি বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

মনোনয়নপত্র জমার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

১০

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

১১

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

১২

১৫ দিন পর দাদির জিম্মায় ঘরে ফিরল শিশু আয়েশা

১৩

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

১৪

সুরকন্যা আহমাদ মায়ার পিএইচডি ডিগ্রি লাভ 

১৫

এখনো ১০ টাকায় চিকিৎসা মেলে রিকশাচালক জয়নালের হাসপাতালে

১৬

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য জানাল অধিদপ্তর

১৭

জবি স্টাফ বাসে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা

১৮

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, হাসিনা-জয়ের অব্যাহতি চায় পিবিআই

১৯

পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, ১০ জনের যাবজ্জীবন

২০
X