ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

কুয়াশা ও তীব্র শীতে ক্ষতির মুখে বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষকরা

তীব্র শীত ও কুয়াশায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত ব্রাহ্মণপাড়ার একটি বীজতলা। ছবি : কালবেলা
তীব্র শীত ও কুয়াশায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত ব্রাহ্মণপাড়ার একটি বীজতলা। ছবি : কালবেলা

টানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। কোথাও কোথাও ধানের চারা হলদে হয়ে যাচ্ছে, আবার অনেক জায়গায় বীজতলা পচে যাওয়ার উপক্রম হয়েছে। যার ফলে বীজতলা রক্ষা করা ও নির্ধারিত সময়ে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান শীতের তীব্রতার প্রভাবের কারণে বীজতলায় 'কোল্ড ইনজুরি' দেখা দিয়েছে। অনেক কৃষক ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। ফলে কৃষকদের চোখে মুখে হতাশার চিত্র ফুটে উঠেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে ৪১৬ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। তবে তীব্র শীত ও কুয়াশার কারণে হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় বীজতলার চারায় কোল্ড ইনজুরির প্রভাব পড়েছে। কৃষকদের ক্ষতি কমাতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তীব্র শীত কেটে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বস্ত করেছে উপজেলা কৃষি বিভাগ।

সরেজমিন উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, কিছু কিছু বীজতলার চারার রং হলুদ আকার ধারণ করেছে। আবার কিছু কিছু বীজতলার চারা সাদা হয়ে যাচ্ছে। কোনো কোনো বীজতলার চারার গোড়ায় পচন ধরেছে। কোনো কোনো বীজতলার চারা শুকিয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার পথে থাকা বীজতলা পুরোপুরি নষ্টের হাত থেকে রক্ষা করতে কৃষকরা বীজতলায় কুসুম গরম পানি ছিটাচ্ছেন। বিকেলে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা ও বিভিন্ন ওষুধ প্রয়োগসহ নানাভাবে বীজতলা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উপজেলার দুলালপুর ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেন বলেন, গত কিছুদিনের তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে অধিকাংশ বোরো বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও কোথাও বীজতলা হলুদ হয়ে ঝলসে যাচ্ছে। শীতের প্রভাবে ক্ষতির মুখে পড়া বীজতলা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।

উপজেলার মহালক্ষীপাড়া এলাকার কৃষক আবদুল ওহাব বলেন, এ বছর ৫৭ শতক জমিতে ইরি-বোরো ধান আবাদের জন্য বীজতলা তৈরি করেছিলাম। প্রথমদিকে যে বীজতলা তৈরি করেছিলাম সে বীজতলার তেমন একটা ক্ষতি হয়নি। তবে পরে যে বীজতলা তৈরি করেছি সেটা প্রচণ্ড ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে। কৃষি অফিসের পরামর্শে বিভিন্নভাবে বীজতলা রক্ষার চেষ্টা করে যাচ্ছি।

উপজেলার ছাতিয়ানী গ্রামের কৃষক হেলাল মিয়া বলেন, তীব্র শীত ও কুয়াশার কারণে বীজতলা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে হাইব্রিড জাতের বীজতলাগুলো বেশি নষ্ট হচ্ছে। আমরা নানাভাবে বীজতলা রক্ষার চেষ্টা করছি। কিন্তু কিছুতেই তেমন কিছু হচ্ছে না। বীজতলা নষ্ট হয়ে গেলে নতুন করে আবারও বীজতলা তৈরি করতে হবে। একরকমটা হলে আমরা সময়মতো বোরো আবাদ করতে পারব না।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, উপজেলার কিছু কিছু এলাকার বীজতলায় চলমান শৈত্যপ্রবাহ ও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। এতে কিছু কিছু বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এরকম বৈরী সময়ে বীজতলার তাপমাত্রা স্বাভাবিক রাখতে বীজতলায় বিকেলে হালকা সেচ ও সকালে পানি ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।

তিনি আরও বলেন, কৃষকদের স্বচ্ছ পলিথিন দিয়ে বিকেলে বীজতলা ঢেকে ও সকালে খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলা থেকে কুয়াশার প্রভাব কমাতে সকালে পাটকাঠি বা পাতলা বাঁশ দিয়ে বীজতলা থেকে কুয়াশা ভাঙার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়াও বীজতলা সুস্থ রাখতে নির্ধারিত মাত্রায় পটাশ, থিয়োভিট ও দস্তা মিশিয়ে নিয়মিত স্প্রে এবং প্রয়োজন অনুযায়ী কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১১

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৪

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৫

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৭

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

১৯

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

২০
X