চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ শুরু হয়ে গেছে : শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা
চট্টগ্রামে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা

শিক্ষা পাঠ্যক্রমকে সময় ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রচলিত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, নতুন কারিকুলাম অনুযায়ী, শিক্ষাব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রচলিত শিক্ষাব্যবস্থায় কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে যে বন্ধ্যত্ব বিদ্যামান তা সমাজকে স্থবির করে দেয়।

রোববার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ কে সি দে রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামের প্রধান লক্ষ্য হলো আমাদের সন্তানদের দক্ষ, জ্ঞান ও বিজ্ঞানমনষ্ক মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। তাই একেবারে তৃণমূল স্তর থেকেই শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতের বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং তারাই একদিন আমাদের অর্থনীতি ও জাতীয় উৎপাদনে প্রধান কারিগর এবং চালিকাশক্তি হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রায় ২ কোটি শিক্ষার্থী পাঠ গ্রহণ করলেও মাধ্যমিক স্তর পর্যন্ত ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারে। এ ২ কোটির মধ্যে মাত্র ২০ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ গ্রহণ করতে পারে। তাই এ পরিসংখ্যান থেকে দেখা যায় যে, প্রচলিত শিক্ষা ও পাঠগ্রহণ কার্যক্রমে বিশাল অঙ্কের শিক্ষার্থী নিম্নমাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ গ্রহণ করতে পারায় তারা দক্ষ মানবসম্পদে উন্নীত হতে পারছে না। বিদেশে কর্মরত প্রবাসী বাঙালিদের অধিকাংশই অদক্ষ। তাই এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আহরণের গতি খুবই মন্থর।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলার সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলার সহসভাপতি শাহাজাদা মহিউদ্দিন, দক্ষিণ জেলার সহসভাপতি ও বিজিএমএর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ হারুন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, উত্তর জেলার সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার ও মহিউদ্দিন আহমদ মঞ্জু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিড়াল কবুতর খেয়ে ফেলায় সংঘর্ষ, নিহত ১

খালেদা জিয়ার জন্য বাউবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশ জারি

প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ

জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

ইমরানের সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন বোন উজমা খান

কুকুরছানা হত্যায় ফুঁসে উঠলেন জয়া-নিলয়রা

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

চালকের সহযোগীর ধাক্কায় বাস থেকে পড়ে যাত্রী নিহত

কক্সবাজারে চাকরি দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

১০

না ফেরার দেশে সাবেক ইংলিশ ব্যাটার

১১

এক বছরে খুলনায় মানুষ খুনের সেঞ্চুরি

১২

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

১৩

কীভাবে আপনার জন্য সেরা টিভি বাছাই করবেন

১৪

প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা

১৫

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

১৬

স্বাস্থ্যের সাবেক এডিজি দিলু আরা বেগম মারা গেছেন

১৭

সিইসির কাছে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ১০ দাবি

১৮

জাতীয় নির্বাচন নিয়ে ইসির বিজ্ঞপ্তি

১৯

ড্রয়ের আগে জেনে নিন ২০২৬ বিশ্বকাপের নতুন সব নিয়ম

২০
X