চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় ৭ তলা ভবন থেকে পড়ে রাজিব দাশ নামের এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব দাশের বাড়ি সাতকানিয়া উপজেলার দক্ষিণপাড়ার ধর্মপুর এলাকায়।
পুলিশ জানায়, রাজিব দাশ ৭ তলার একটি এসির আউট ফিটিংয়ের কাজ করছিল। এসময় অসাবধনতা বশত দড়ি ছিঁড়ে নিচের খালে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার এস আই বাবুল পাল বলেন, লাশটি উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন