চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কেনাকাটা শেষ, এখন টুপি ও আতরে মনোযোগ

চট্টগ্রামে আতর-টুপি কেনার ধুম পড়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রামে আতর-টুপি কেনার ধুম পড়েছে। ছবি : কালবেলা

ঈদের বাকি আর মাত্র দু’দিন। কেনাকাটার পর্ব প্রায় শেষ। ঈদগাহে নামাজে যাওয়ার প্রস্তুতি হিসেবে আতর, টুপি, জায়নামাজ ও সুরমা বেচাকেনার ধুম পড়েছে চট্টগ্রামে।

জমিয়াতুল ফালাহ, আন্দরকিল্লা, চকবাজার মার্কেটের অন্তত ১০ জন টুপি, আতর বিক্রেতার সঙ্গে কথা হয় রোববার। তারা বলছেন, গত রমজানের তুলনায় এই সময়ের বিক্রি কিছুটা কম। দামও অন্তত ২০ শতাংশ বেশি। পবিত্র রমজান মাসে আতর, সুরমা, টুপি, জায়নামাজ ও তসবিহ ব্যবহার অন্য সময়ের তুলনায় বেড়ে যায়। আর ঈদ যত ঘনিয়ে আসছে আতর এবং টুপির বিক্রি ততই বাড়ছে। ঈদ উপলক্ষে পোশাকের পাশাপাশি আতর-টুপির বাজারও জমে উঠেছে। দোকানগুলোতে বেড়েছে ক্রেতার ভিড়।

সাম্প্রতিক শেষ কয়েকটি রোজায় ইফতারের পর নগরীর জমিয়াতুল ফালাহ, আন্দরকিল্লা ও বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, হাতের কাজ করা গোল টুপি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। বিভিন্ন ডিজাইনের বাহারি রঙের টুপির দাম ২০০ থেকে ৬০০ টাকা। বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি আতরের মধ্যে জান্নাতুল ফেরদৌস, জেসমিন, রোজ ও দিলরুবা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকা তোলা, রেড রোজের তোলা ১৫০০-১৮০০, এরাবিয়ান বেলি ১২০০ থেকে ১৫০০, মর্নিং কুইন ২০০০ থেকে ২২০০, আসওয়াদ ১০০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া লাইলাতি ও মমতাজ ১৪০০ থেকে ১৬০০, দরবার, অ্যাঞ্জেল ও জমজম আতর বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫৫০ টাকায়। ভারতের বেলি ৫০০ থেকে ৭০০, ব্লু লেডি, ব্লু ফোরম্যান ৭০০ থেকে ৯০০, কুলম্যান ৮০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আতরের মধ্যে হাসনাহেনা, রজনীগন্ধা, গোলাপ, বেলি ও নাইট ফ্লাওয়ার বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। জৈতন ও নিমের মেসওয়াক বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়।

আন্দরকিল্লায় আতরের ক্রেতা সাইফুজ্জামান মিঞা বলেন, ঈদে দুটি পাঞ্জাবি নিয়েছি। তাই আতর কিনতে এলাম। তিনি জানান, পরিবারের ছেলে সন্তানদের জন্য কিনেছেন বাহারি টুপিও। তবে টুপি আতরের দাম বেশি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আতর-টুপি বিক্রেতারা সারাবছর তেমন একটা ব্যবসা করতে না পারলেও রমজান ও ঈদের বেচাকেনায় খুশি তারা। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের আর, রাহিক পারফিউমের সত্বাধিকারি নিজাম উদ্দিন কালবেলাকে বলেন, ঈদ যত কাছে আসছে আতর-টুপির বিক্রি বাড়ছে। তবে এবার প্রফিট নেই। গত বছর যে পরিমাণ বিক্রি ছিল এবার তার চেয়ে কম। দামের বিষয়ে তিনি বলেন, দাম গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বাড়তি।

ব্যবসায়ী মো. জামাল হোসেন বলেন, একেক টুপির একেক রকমের ডিজাইন। বাহারি রঙের কাপড় ও সুতার ব্যবহার করা হয়েছে বিভিন্ন টুপিতে। কোনোটা হাতে নকশা করা, কোনোটা প্রিন্ট করা, কোনোটা সাদামাটা।

টুপির বিভিন্ন নাম রয়েছে। ক্রেতাদের পছন্দের শীর্ষে আছে আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তান ও চীনের টুপি। আরও রয়েছে পাকিস্তানের পাথরি কাটা, সিন্ধি, হাজি ও রোমিথ টুপি। এ সবের মধ্যে গোল ও কিস্তি টুপির চাহিদা বেশি।

চকবাজার অলি খাঁ মসজিদের সামনে আতর-টুপির বিক্রেতা সলিম উল্লাহ বলেন, রমজানে আতর-সুরমা, টুপি, জায়নামাজ, তসবিহ বিক্রি বেড়েছে। তবে গত কয়েকদিন ধরে আতর ও টুপির কদর বেড়েছে। সৌদি আরব, ইরান, ইরাক, দুবাই, ভারত ও ফ্রান্সের আতর পাওয়া যাচ্ছে চাহিদা মতো। এ সময় আসা ক্রেতা শফিউল আজম বলেন, 'ঈদের জামা-কাপড় কেনা শেষ। এখন ঈদগাহে যাওয়ার জন্য টুপি, আতর ও জায়নামাজ কিনলাম।

একই সময়, অন্য এক দোকানে স্বামীর জন্য আতর কিনছিলেন ওয়ারদাতুল আকমাম নামে আরেক ক্রেতা। তিনি বলেন, টুপি আর আতর কেনা বাকি ছিল। ঈদের নামাজে যাওয়ার সময় একটু সুগন্ধি না হলে ভালো লাগে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১০

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১১

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১২

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১৩

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৪

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৫

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৬

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৭

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৮

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৯

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

২০
X