সারা দেশে চলছে দাবদাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তাই পরিবেশ শীতল হতে আল্লাহর দরবারে পানা চেয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বৃষ্টির জন্য ইস্তিস্কা র নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে স্থানীয় ওলামা মাশায়েখের উদ্যোগে ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদ ঈদগাহ মাঠে নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নামাজে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ওলামা মাশায়েখসহ হাজারো জনসাধারণ অংশগ্রহণ করেন।
এ সময় নামাজের আগে ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় স্থানীয় বরেণ্য আলেমগণ আলোচনা পেশ করেন। নামাজ পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কেফায়েত উল্যাহ।
মন্তব্য করুন