কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওদের জন্য ইফতার, একসঙ্গে ইফতার- পজিটিভ মাইন্ডসেটের মানবিক উদ্যোগ 

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

রমজানের পবিত্রতা, মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে পজিটিভ মাইন্ডসেট আয়োজন করেছে এক অনন্য ইফতার মাহফিল। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়ার পাশাপাশি তাদের জন্য ঈদ উপহারও প্রদান করা হয়েছে। একইসঙ্গে, বিজয়ের পথ যাত্রার পাঠশালা পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, যা ভবিষ্যতে অসংখ্য শিশুর শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।

তুরাগ নদীর মনোরম পরিবেশে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে পজিটিভ মাইন্ডসেটের সদস্যরা শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন। শুধু ইফতারই নয়, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেমাই, চিনি, গুঁড়া দুধ, পোলাওর চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা তাদের ঈদ আনন্দকে আরও রঙিন করবে।

এই আয়োজনে ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লজিস্টিক পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা পুরো আয়োজনকে আরও সুসংগঠিত ও সফল করতে সহায়তা করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজিটিভ মাইন্ডসেটের মঞ্জুরুল আলম, অনুভব রহমান, আফসারুর রহমান বাবু, কামরুজ্জামান দিদার, হারুন ও রশীদ, সারাফ উদ্দিন নিউটন, মাহমুদুল হাসান রানা, ওমায়ের মো. শামসুদ্দিন, মৌসুমী আক্তার মৌলী, আফজাল হোসেন, নূর আলমসহ অন্য নিবেদিতপ্রাণ সদস্যরা, যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

পজিটিভ মাইন্ডসেটের মুখপাত্র মঞ্জুরুল আলম বলেন, ‘এই আয়োজন কেবল ইফতার বিতরণ নয়, বরং ভালোবাসা, মানবিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আমরা চাই, এই শিশুদের জন্য শুধু একদিনের সহায়তা নয়, বরং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে। বিশেষ করে ‘বিজয়ের পথ যাত্রার পাঠশালা’ যেন একটি টেকসই শিক্ষার পরিবেশে পরিচালিত হতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাব।’

বিজয়ের পথ যাত্রার পাঠশালা নিয়ে মো. মোস্তাকিম বিল্লাহ বিজয় বলেন, ‘একটি শিশুর জীবন গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। পাঠশালাটি পুনরায় চালুর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি পজিটিভ মাইন্ডসেটের প্রতি কৃতজ্ঞ, যারা এই মহৎ উদ্যোগের সঙ্গে একাত্ম হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পাঠশালা একদিন অনেক শিশুর স্বপ্ন পূরণের পথ তৈরি করবে।’

এই আয়োজন একদিনের ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করছে পজিটিভ মাইন্ডসেট। সংগঠনটি ভবিষ্যতে আরও সুসংগঠিত ও টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছে।

এই মহৎ উদ্যোগের সফল বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে পজিটিভ মাইন্ডসেটের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপশিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

যে শর্ত না মানলে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না

লুচি, কচুরি আর পুরির পার্থক্য জানেন তো

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ওটস নিয়মিত খেলে কী ঘটে শরীরে? জেনে নিন

১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

বিদেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দিতে চায় দুদক

স্থগিত লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

এদেশে আর আমি-ডামি নির্বাচন হবে না : সেলিমুজ্জামান

১০

ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর দ্বিতীয় বাংলাদেশ

১১

আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

১২

খেলোয়াড়দের কথা মাথায় রেখে বিশ্বকাপে নতুন নিয়ম আনছে ফিফা

১৩

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

১৪

ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

১৫

মায়ামি নাকি উরুগুয়ে, ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

১৬

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

১৭

ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন ওমর সানী

১৮

জিমেইলের এই স্বয়ংক্রিয় সেটিংটি বন্ধ করুন এখনই

১৯

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের বাইরে সালাহ

২০
X