চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ভবিষ্যৎ অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে : উমামা ফাতেমা

এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য দেন উমামা ফাতেমা। ছবি : কালবেলা
এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য দেন উমামা ফাতেমা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে যে ফোকাসটা থাকা দরকার তা অনেক রাজনৈতিক দলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। ১০ বছর পর আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে দেশ ও দেশের মানুষের ভবিষ্যৎ আটকে যাবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তা অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে। নির্বাচিত সরকারের জন্য বসে থাকলে হবে না।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত চট্টগ্রামের শহীদ পরিবার, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পরে এখন আমরা সবাই একটি বিন্দুতে আটকে আছি। আর সেটা হচ্ছে- আওয়ামী লীগের বিচার। আজ পর্যন্ত ৭টি মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলায় একটি চার্জশিট তৈরি হয়নি। বরং ইতোমধ্যে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে যে একটি চার্জশিট তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু অনেক আসামির নাম বাদ দেওয়া হয়েছে। যারা দাগি আসামি তারা রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীয় নানাভাবে পার পেয়ে যাচ্ছে। একটি গণঅভ্যুত্থানের পরবর্তী এ ধরনের কর্মকাণ্ড লাল সংকেতের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

উমামা ফাতেমা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা দেশে রাজনীতির নতুন কালচার ও মেরুকরণ ধারণ করবে এনসিপি। দেশে যে রাজনৈতিক সংগঠন রয়েছে সেখানে নারীদের অংশগ্রহণ হচ্ছে খুবই নগণ্য। তেমন একটা অংশগ্রহণ নেই। কিন্তু এনসিপি আত্মপ্রকাশ করার পরে নতুন নতুন নারী নেতৃত্ব সামনে আসছে। যারা স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের মাধ্যমে বাংলাদেশের সংস্কার কাঠামোর যে পরিবর্তন তার বিরোধিতা করার অর্থই ফ্যাসিবাদ কাঠামোকে টিকিয়ে রাখা। ৭২-এর সংবিধানের প্রতি রাজনৈতিক দলগুলো যে ফ্যাটিশ, তা দিয়ে জনবান্ধব রাষ্ট্র তৈরি করা সম্ভব না। গণঅভ্যুত্থান চলমান। দেশের মানুষ বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে বোঝাপড়া করার চেষ্টা করলে তা কখনো মেনে নেবে না। রাষ্ট্রে সংস্কারের জন্যে আবার প্রাণ দিতে হয় তাহলে আমরা আবার রাস্তায় নেমে আসব। তবুও সংস্কার এনেই ছাড়ব।

সংগঠনের দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের ঠিকঠাকভাবে বিচার না করলে রাষ্ট্রের ন্যায়বিচার কায়েম হবে না। ৭১-এর পরবর্তী সময়ে আমরা যুদ্ধাপরাধ প্রশ্নটাকে ঠিকঠাকভাবে মোকাবিলা করতে না পারায় ১৪ তে গণজাগরণ মঞ্চ তৈরি হয়। তিনি আরও প্রশ্ন ছুড়ে বলেন, যদি ২৪-এর আওয়ামী লীগের বিচার আমরা করতে না পারি, নিকট ভবিষ্যতে আরও একটা গণজাগরণ মঞ্চ হবে না তার নিশ্চয়তা কী? আওয়ামী বিচার না করা মানে রাষ্ট্রে নৈরাজ্য পরিস্থিতি জিইয়ে রাখা। বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যে আওয়ামী লীগের বিচার করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মইনুদ্দীন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা সন্ত্রাসী সংগঠন। হিটলারের নাৎসি বাহিনী যেভাবে গণহত্যার পর আর রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগও আর এ দেশে রাজনীতি করতে পারবে না। অতিদ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। হাসিনা কোনো ব্যক্তি নয়, এটা একটা স্বৈরাচারী কাঠামো। এটাকে রুখে দিতে হবে।

জুলাইয়ের শহীদ উমরের মা বলেন, আমাদের ছেলেদের হত্যার বিচার এখনো হয়নি। তাদের ক্ষমতার জন্যে আমার হীরের টুকরো ছেলেকে মেরে ফেলেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমাদের সন্তানের বিচার না করে আমরা নির্বাচন চাই না।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম কচি, এনসিপির সংগঠক এরফানুল হক, রাফসান জামি, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য আমির হোসেন আতিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১০

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১১

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১২

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৩

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৪

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৬

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৭

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৮

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৯

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

২০
X