মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ভবিষ্যৎ অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে : উমামা ফাতেমা

এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য দেন উমামা ফাতেমা। ছবি : কালবেলা
এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য দেন উমামা ফাতেমা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে যে ফোকাসটা থাকা দরকার তা অনেক রাজনৈতিক দলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। ১০ বছর পর আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে দেশ ও দেশের মানুষের ভবিষ্যৎ আটকে যাবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তা অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে। নির্বাচিত সরকারের জন্য বসে থাকলে হবে না।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত চট্টগ্রামের শহীদ পরিবার, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পরে এখন আমরা সবাই একটি বিন্দুতে আটকে আছি। আর সেটা হচ্ছে- আওয়ামী লীগের বিচার। আজ পর্যন্ত ৭টি মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলায় একটি চার্জশিট তৈরি হয়নি। বরং ইতোমধ্যে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে যে একটি চার্জশিট তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু অনেক আসামির নাম বাদ দেওয়া হয়েছে। যারা দাগি আসামি তারা রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীয় নানাভাবে পার পেয়ে যাচ্ছে। একটি গণঅভ্যুত্থানের পরবর্তী এ ধরনের কর্মকাণ্ড লাল সংকেতের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

উমামা ফাতেমা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা দেশে রাজনীতির নতুন কালচার ও মেরুকরণ ধারণ করবে এনসিপি। দেশে যে রাজনৈতিক সংগঠন রয়েছে সেখানে নারীদের অংশগ্রহণ হচ্ছে খুবই নগণ্য। তেমন একটা অংশগ্রহণ নেই। কিন্তু এনসিপি আত্মপ্রকাশ করার পরে নতুন নতুন নারী নেতৃত্ব সামনে আসছে। যারা স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের মাধ্যমে বাংলাদেশের সংস্কার কাঠামোর যে পরিবর্তন তার বিরোধিতা করার অর্থই ফ্যাসিবাদ কাঠামোকে টিকিয়ে রাখা। ৭২-এর সংবিধানের প্রতি রাজনৈতিক দলগুলো যে ফ্যাটিশ, তা দিয়ে জনবান্ধব রাষ্ট্র তৈরি করা সম্ভব না। গণঅভ্যুত্থান চলমান। দেশের মানুষ বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে বোঝাপড়া করার চেষ্টা করলে তা কখনো মেনে নেবে না। রাষ্ট্রে সংস্কারের জন্যে আবার প্রাণ দিতে হয় তাহলে আমরা আবার রাস্তায় নেমে আসব। তবুও সংস্কার এনেই ছাড়ব।

সংগঠনের দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের ঠিকঠাকভাবে বিচার না করলে রাষ্ট্রের ন্যায়বিচার কায়েম হবে না। ৭১-এর পরবর্তী সময়ে আমরা যুদ্ধাপরাধ প্রশ্নটাকে ঠিকঠাকভাবে মোকাবিলা করতে না পারায় ১৪ তে গণজাগরণ মঞ্চ তৈরি হয়। তিনি আরও প্রশ্ন ছুড়ে বলেন, যদি ২৪-এর আওয়ামী লীগের বিচার আমরা করতে না পারি, নিকট ভবিষ্যতে আরও একটা গণজাগরণ মঞ্চ হবে না তার নিশ্চয়তা কী? আওয়ামী বিচার না করা মানে রাষ্ট্রে নৈরাজ্য পরিস্থিতি জিইয়ে রাখা। বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যে আওয়ামী লীগের বিচার করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মইনুদ্দীন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা সন্ত্রাসী সংগঠন। হিটলারের নাৎসি বাহিনী যেভাবে গণহত্যার পর আর রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগও আর এ দেশে রাজনীতি করতে পারবে না। অতিদ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। হাসিনা কোনো ব্যক্তি নয়, এটা একটা স্বৈরাচারী কাঠামো। এটাকে রুখে দিতে হবে।

জুলাইয়ের শহীদ উমরের মা বলেন, আমাদের ছেলেদের হত্যার বিচার এখনো হয়নি। তাদের ক্ষমতার জন্যে আমার হীরের টুকরো ছেলেকে মেরে ফেলেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমাদের সন্তানের বিচার না করে আমরা নির্বাচন চাই না।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম কচি, এনসিপির সংগঠক এরফানুল হক, রাফসান জামি, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য আমির হোসেন আতিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর-৩ আসন পুনরুদ্ধারে লড়বেন বিএনপির নায়াব ইউসুফ

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

১০

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

১১

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

১২

যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

১৩

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

১৪

চমক দিয়ে বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৫

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ

১৬

জোট-সঙ্গীদের জন্য যেসব আসন রাখল বিএনপি

১৭

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১৮

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

১৯

খুলনার ৫ আসনে বিএনপির প্রার্থী যারা

২০
X