নিজেদের দ্বিতীয় ব্রাঞ্চ চালু করেছে স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান লুমোস গ্লোবাল। রোববার (১৮ মে) দুপুরে কেক কেটে ধানমন্ডি শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হাসান আব্দুল গোফরান।
বিদেশে উচ্চতর পড়াশোনা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ আবাসনের জন্য অস্ট্রেলিয়া একটি চমৎকার গন্তব্য। গত আট বছর যাবৎ লুমোস গ্লোবাল সেই অস্ট্রেলিয়ার নামকরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশসহ আটটি দেশে পরিচালিত লুমোস গ্লোবালের হেড অফিস রাজধানীর বনানীতে। আট বছর ধরে অস্ট্রেলিয়াসহ ইউকে, কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তিসেবা দিয়ে আসছে লুমোস। নতুন শাখাতেও মিলবে একই সুযোগ-সুবিধা।
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান লুমোস গ্লোবালের এমডি হাসান আব্দুল গোফরান।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার আবহাওয়া বাংলাদেশের মতো। ফলে, পড়াশোনা করতে গিয়ে বৈরী পরিবেশে পড়তে হয় না আমাদের ছাত্রদের। তাছাড়া অস্ট্রেলিয়ানরা অনেক ‘ওয়েলকামিং’ জাতি, ‘বর্ণ বৈষম্য’র ব্যাপারে অস্ট্রেলিয়া সরকার বেশ কঠোর।
লুমোস গ্লোবাল এখন পর্যন্ত দশ হাজারেরও অধিক স্টুডেন্টকে দেশের বাহিরে ভর্তিসেবা দিয়েছে। শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন খোলা থাকে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির নতুন অফিসের ঠিকানা হচ্ছে : দেলভিস্তা ফুলঝুরি, লেভেল ১২, ৫৯ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। মোবাইল : ০১৯৩৯৯২১৬৪৫
মন্তব্য করুন