মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক। ছবি : কালবেলা
মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রথমবারের মতো মশা নিয়ন্ত্রণে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহারের কার্যক্রম শুরু করেছে। সোমবার (০১ ডিসেম্বর) সকালে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, কীটতত্ত্ববিদ রাশেদ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।

চসিক জানায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং, লার্ভিসাইড ছিটানো, নালা–নর্দমা পরিষ্কার ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। নতুন প্রজন্মের বিটিআই প্রয়োগে মশার লার্ভা দমনে আরও কার্যকর ফল পাওয়া যাবে। এর আগে গত ২৬ মার্চ নগরীর ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডের সৈয়দ শাহ রোডের সামনের খালে পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিটিআই একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভিসাইড, যা মশা, ব্ল্যাক ফ্লাই ও ফাঙ্গাস গ্ন্যাটের লার্ভা দমনে বিশেষভাবে কার্যকর। পানিতে প্রয়োগের পর লার্ভা খাদ্যের সঙ্গে এটি গ্রহণ করে। পরে ব্যাকটেরিয়ার উৎপাদিত ক্রিস্টাল প্রোটিন টক্সিন লার্ভার পরিপাকতন্ত্রে কাজ করে দ্রুত নিধন ঘটায়। মানুষের শরীর, গৃহপালিত প্রাণী, মাছ ও পরিবেশবান্ধব অন্যান্য প্রাণীর জন্য এটি ক্ষতিকর নয়। উদ্ভিদ ও জলজ বাস্তুতন্ত্রেও এর কোনো বিষাক্ত প্রভাব নেই। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো বাহক–বাহিত রোগ নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে এটি একটি নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সমাধান হিসেবে ব্যবহৃত হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন কালবেলাকে বলেন, আমাদের জনশক্তি ও নতুন ঔষধ প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণের অভাব ছিল। এখন সংশিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৫টি বিপজ্জনক জোন রয়েছে। প্রথমে এ জোনগুলোতে ক্রাশ প্রোগ্রাম চালাব। নিয়মিত রুটিন কাজ প্রতিটি ওয়ার্ডে করব। যখন নালা পরিষ্কার করা হয় তখন মশার ওষুধ ছিটানো সবচেয়ে কার্যকর। এখন এ পদ্ধতিতে কাজ হবে। আপনারা খুব দ্রুত ফল দেখতে পাবেন বলে আমরা আশাবাদী।

চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি কালবেলাকে বলেন, এই ওষুধ বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত। এই ঔষধ শুধু মশার লার্ভা ধ্বংস করে এবং শতভাগ কার্যকরী। এটার ব্যবহারবিধি হলো প্রথমবার ছিটানোর পর ১৫ দিন পর আবার ছিটাতে হয়। এরপর একমাস পর পর ছিটালে হয়। বিটিআই ব্যবহারে কিছুটা সময় লাগে। পুরো শহরে এ ওষুধ ছিটাতে পারলে ভালো রেজাল্ট পাব। মশার উপদ্রব নিয়ন্ত্রণে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১০

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১১

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১২

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১৩

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১৪

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৫

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৬

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১৭

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১৮

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

১৯

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

২০
X